Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

চিরনিদ্রায় ছোট্ট জায়ান

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:০৬, ২৪ এপ্রিল ২০১৯

আপডেট: ১৯:০৭, ২৪ এপ্রিল ২০১৯

প্রিন্ট:

চিরনিদ্রায় ছোট্ট জায়ান

ঢাকা : শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলায় নিহত শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। বিকেল সাড়ে পাঁচটার দিকে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয় ছোট্ট জায়ান।

এর আগে বুধবার বিকেল পাঁচটার দিকে বনানীর চেয়ারম্যানবাড়ি মাঠে অনুষ্ঠিত হয় জায়ানের জানাজা।

আদরের নাতি জায়ানের মরদেহ শেষবারের মতো দেখতে বুধবার বেলা আড়াইটার পর বনানীতে শেখ সেলিমের বাসায় যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি শেখ সেলিমসহ তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন তিনি।

তার আগে বুধবার দুপুর পৌনে ১টার দিকে শ্রীলঙ্কান এয়ারলাইনসের বিমান ইউএল-১৮৯ ফ্লাইটে জায়ানের মরদেহ দেশে আসে।

তবে আহত স্বামী জায়ানের বাবা মশিউল হক চৌধুরীর সঙ্গে রয়ে গেছেন জায়ানের মা শেখ আমেনা সুলতানা সোনিয়া।

গত রোববার শ্রীলঙ্কায় চালানো সিরিজ বোমা হামলায় এখন পর্যন্ত ৩৫৯ জন নিহত হয়েছেন। এর দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। ওই হামলায় আহত হন অন্তত পাঁচ শতাধিক মানুষ।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer