Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

চালক সিগন্যাল অমান্য করায় দুর্ঘটনা ঘটে : স্টেশন মাস্টার

¬ Í ° ¾ ¹ Í ® £ ¬ ¾ Ü ¿ ß ¾ সংবাদদাতা

প্রকাশিত: ১১:২৮, ১২ নভেম্বর ২০১৯

প্রিন্ট:

চালক সিগন্যাল অমান্য করায় দুর্ঘটনা ঘটে : স্টেশন মাস্টার

ছবি- সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলস্টেশনে তূর্ণা নিশীথা ও উদয়ন এক্সপ্রেস ট্রেনের মুখোমুখি সংঘর্ষের জন্য চালকের সিগন্যাল না মানাকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা। মন্দবাগ রেলস্টেশনের মাস্টার জাকির হোসেন চৌধুরী জানান, আউটার ও হোম সিগন্যালে সর্তক সংকেত লাল বাতি ছিল। কিন্তু তুর্ণা নিশীতার চালক সিগন্যাল অমান্য করে ঢুকে পড়ায় এ দুর্ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াৎ উদ-দৌলা খানও একই কথা জানিয়েছেন। তুর্ণা নিশীতা এক্সপ্রেসের ভেতরে থাকা এক যাত্রী সোহেল কাজী বলেন, উদয়ন এক্সপেস অন্য লাইনে ঢোকার আগেই বিপরীত দিক থেকে আসা তুর্ণা নিশীথা ধাক্কা দেয়। এতে তিনটি বগি দুমড়ে-মুচড়ে যায়।

সোমবার রাত পৌনে ৩টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী তূর্ণা নিশীথা আর সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষে কয়েকটি বগি দুমড়ে-মুচড়ে যায়। এতে ১৬ জন নিহত ও শতাধিক আহত হয়েছে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer