Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

চার মাস পর খুলল গোয়া সমুদ্র সৈকত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:১৩, ৪ জুলাই ২০২০

প্রিন্ট:

চার মাস পর খুলল গোয়া সমুদ্র সৈকত

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রায় চারমাস বন্ধ থাকার পর ভারতে ভ্রমণ পিপাসুদের জন্য খুলে দেওয়া হয়েছে গোয়া সমুদ্র সৈকত। শুক্রবার থেকে এ সমুদ্র সৈকতটি খুলে দেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ।

এর আগে বুধবার এ ঘোষণা দেন রাজ্যটির পর্যটনমন্ত্রী মনোহর অজগাঁওকর। এ উপলক্ষে ২৫০টির বেশি হোটেল খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। তিনি বলেন, ‘২৫০টি হোটেলকে কাজ শুরু করার অনুমতি দেওয়া হয়েছে। এ সৈকত শহরে এসে পর্যটকদের থাকতে কোনো সমস্যা হবে না।’

তবে কোনোভাবেই যেন সংক্রমণ না ছড়ায়,সে দিকেও কঠিন নজরদারি করার বিষয়টি নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন বিশেষ গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি।

তবে এক্ষেত্রে আগে থেকে হোটেল বুক করে রাখতে হবে। সরকারি অনুমতি ছাড়া কোনো হোটেল খোলা যাবে না। এছাড়া পর্যটকদের অবশ্যই করোনাভাইরাস নেগেটিভ সার্টিফিকেট দেখাতে হবে। তবে গোয়ায় পৌঁছানোর পরে এ ভাইরাস দ্বারা আক্রান্ত হলে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে বলেও ওই প্রতিবেদনে জানানো হয়েছে।

এ পর্যন্ত রাজ্যটিতে ১ হাজার ৪৮২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer