Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

চার বছর পর অভিজিৎ হত্যার চার্জশিট দাখিল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫১, ১৮ ফেব্রুয়ারি ২০১৯

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

চার বছর পর অভিজিৎ হত্যার চার্জশিট দাখিল

ঢাকা : দীর্ঘ চার বছর পর ব্লগার ও লেখক অভিজিৎ রায় হত্যাকাণ্ডের চার্জশিট আদালতে দাখিল করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটিটিসি)।সোমবার সকালে রাজধানীর মিন্টোরোডের ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ কথা জানান, সিটিটিসি-এর প্রধান মনিরুল ইসলাম।

এসময় তিনি আরো জানান, সঠিক তদন্ত ও মূল আসামীদের আইনের আওতায় আনতেই চার্জশীট দিতে ৪ বছর সময় লেগেছে।

২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি বইমেলা থেকে বের হওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ব্লগার অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় গুরুতর আহত হন তার স্ত্রী রাফিদা বন্যা আহমেদ।

ঘটনার পর অভিজিতের বাবা অধ্যাপক ড. অজয় রায় শাহবাগ থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পর আদালত বেশ কয়েকবার তদন্ত প্রতিবেদন দাখিল করার তারিখ প্রদান করলেও তা প্রায় ত্রিশ বারেরও বেশি পিছিয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer