Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

চলন্তিকা বস্তির ক্ষতিগ্রস্তদের যুক্তরাজ্যের কোটি টাকা সহায়তা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৫২, ২২ আগস্ট ২০১৯

প্রিন্ট:

চলন্তিকা বস্তির ক্ষতিগ্রস্তদের যুক্তরাজ্যের কোটি টাকা সহায়তা

ঢাকা : রাজধানী মিরপুরের চলন্তিকা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য যুক্তরাজ্য সরকারের আন্তর্জাতিক উন্নয়ন বিভাগ (ডিএফআইডি) এক লাখ দুই হাজার ৬২৫ পাউন্ড অর্থ সহায়তা দিচ্ছে। যা বাংলাদেশি টাকায় এক কোটি পাঁচ লাখ ১৬ হাজার ৮৩০ টাকা।

বুধবার ডিএফআইডি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মিরপুরের ঝিলপাড় বস্তিতে বাংলাদেশ সরকারের তাৎক্ষণিক সহায়তার পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্য সরকারের এ নতুন বরাদ্দের লক্ষ্য আগামী ৪৫ দিনের মধ্যে খাদ্য সামগ্রী, মশারি, আর্থিক সহায়তা, স্বাস্থ্য উপাদান সামগ্রী, শিক্ষা এবং মানসিক সহায়তা দেবে।

গত ১৬ আগস্ট মিরপুর-৭ নম্বরের চলন্তিকা মোড়ে আরামবাগ ঝিলপাড় বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সিটি কর্পোরেশনের হিসেবে ওই অগ্নিকাণ্ডে পঞ্চাশ হাজারের মতো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। পুড়েছে ১৫ হাজারের মতো ঘর।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer