Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

চলতি মাসেই ৩৯তম বিসিএসের ফল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:০৯, ৬ এপ্রিল ২০১৯

আপডেট: ২০:২৮, ৬ এপ্রিল ২০১৯

প্রিন্ট:

চলতি মাসেই ৩৯তম বিসিএসের ফল

ঢাকা : শিগগিরই প্রকাশিত হতে যাচ্ছে চিকিৎসকদের জন্য ৩৯তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফলাফল। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একটি নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, চলতি মাসের ২০ তারিখের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার জোর সম্ভাবনা রয়েছে।

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বলেন, আশা করি এপ্রিলের মধ্যেই ৩৯তম বিশেষ বিসিএসের পরীক্ষার ফলাফল প্রকাশ করতে পারব। তবে এই বিসিএসে পদের সংখ্যা বাড়বে না বলে জানিয়েছেন তিনি।

৩৯তম বিসিএসের মাধ্যমে ৪ হাজার ৫৪২ জন সহকারী সার্জন ও ২৫০ জন সহকারী ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হবে।

এর আগে, গত বছরের ৬ সেপ্টেম্বর ৩৯তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এরপর গত ৭ মার্চ এই বিসিএসের মৌখিক পরীক্ষা নেওয়ার কার্যক্রম শেষ হয়েছে। এখন চূড়ান্ত ফলাফল দেবে পিএসসি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer