Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

চলতি বোরো মৌসুমে খাদ্যশস্য ক্রয়ের অনুমোদন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:১৯, ৩০ এপ্রিল ২০২০

প্রিন্ট:

চলতি বোরো মৌসুমে খাদ্যশস্য ক্রয়ের অনুমোদন

ঢাকা: চলতি বোরো মৌসুমে ২৬ টাকা কেজি দরে ৮ লাখ মেট্রিক টন ধান, ৩৬ টাকা কেজি দরে ১০ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল, ৩৫ টাকা কেজি দরে দেড় লাখ মেট্রিক টন আতপ চাল এবং ২৮ টাকা কেজি দরে ৭৫ হাজার মেট্রিক টন গম ক্রয়ের অনুমোদন দিয়েছে এফপিএমসি (খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি)।

বৃহষ্পতিবার সকাল সাড়ে ১১ টায় খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ অনুমোদন দেয়া হয়।

ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী স ম রেজাউল করিম, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো: তাজুল ইসলাম এবং খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. নাজমানারা খানুম প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।

সভায় বলা হয়, এবার বোরো মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে। তাই প্রয়োজন হলে সরকারের খাদ্য গুদামে জায়গা খালি থাকা সাপেক্ষে আরো ধান-চাল ক্রয় করার সম্মতি প্রদান করা হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer