Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪

চবিতে ফের অবরোধ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:২৭, ৩১ জানুয়ারি ২০২৩

প্রিন্ট:

চবিতে ফের অবরোধ

সাত দিনের মধ্যে কাজের কোনো অগ্রগতি দৃশ্যমান না হওয়ায় আবারও অবরোধের ডাক দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকালে ইনস্টিটিউটের মূল ফটকে তালা ঝুলিয়ে অবরোধ শুরু করেন তারা।

এদিকে চারুকলা বিভাগের ভিতরে অবস্থান করছেন শিক্ষার্থীরা। অন্যদিকে কোনো শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের ভিতরে ঢুকতে দেয়া হয়নি বলে সময় সংবাদকে জানিয়েছে একটি সূত্র।

এর আগে, গত বছর ২ নভেম্বর মূল ক্যাম্পাসে ফিরিয়ে নেয়া এবং হল, ক্যান্টিন ও আবাসন সমস্যা সমাধানসহ ২২ দফা দাবিতে আন্দোলন শুরু করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা বিভাগের শিক্ষার্থীরা। পরে অবশ্য তা এক দফা দাবিতে রূপ নেয়। চলমান এ আন্দোলন কয়েক দফা বেড়ে টানা ৮২ দিনে গড়ায়।

সবশেষ জেলা প্রশাসনের আশ্বাসে গত ২২ জানুয়ারি দীর্ঘ এ আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা। সে সময় সাত দিনের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয়। শিক্ষার্থীদের দেয়া আলটিমেটামে শেষ হওয়ায় মঙ্গলবার থেকে আবারও অবরোধ শুরু করেছেন চারুকলার শিক্ষার্থীরা।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer