Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪

চতুর্থ তালিকায় স্থান পেলেন ২৯৭৩ বীর মুক্তিযোদ্ধা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০০:৩৩, ২৫ জুন ২০২১

প্রিন্ট:

চতুর্থ তালিকায় স্থান পেলেন ২৯৭৩ বীর মুক্তিযোদ্ধা

চতুর্থ ধাপে বীর মুক্তিযোদ্ধাদের সমন্বিত তালিকা প্রকাশ করেছে সরকার। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রকাশিত আট বিভাগের ৫৫ উপজেলার এ তালিকায় স্থান পেয়েছেন দুই হাজার ৯৭৩ জন বীর মুক্তিযোদ্ধা।

বৃহস্পতিবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) অনুমোদনবিহীন বেসামরিক গেজেট নিয়মিতকরণ শেষে চতুর্থ তালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট-এ পাওয়া যাবে।

চতুর্থ তালিকায় ঢাকা বিভাগের ৯৩৮ জন, চট্টগ্রাম বিভাগের ১৭৭ জন, বরিশাল বিভাগের ১৬৭ জন, খুলনা বিভাগের ৫৬২ জন, ময়মনসিংহ বিভাগের ২০২ জন, রাজশাহী বিভাগের ৭৭৮ জন, রংপুর বিভাগের ৫৮ জন ও সিলেট বিভাগের ৯১ জন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন।

এর আগে গত ২৫ মার্চ বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকার প্রথমটি প্রকাশ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এ তালিকায় স্থান পেয়েছেন এক লাখ ৪৭ হাজার ৫৩৭ জন বীর মুক্তিযোদ্ধা।

এরপর দ্বিতীয় তালিকায় স্থান পান ছয় হাজার ৯৮৮ জন বীর মুক্তিযোদ্ধা। এ তালিকা প্রকাশ করা হয় গত ৯ মে। এরপর গত ৭ জুন তৃতীয় তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকায় স্থান পান ১২ হাজার ১১৬ জন বীর মুক্তিযোদ্ধা।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer