Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

চট্টগ্রামের জয়ে শুরু বঙ্গবন্ধু বিপিএল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:০৪, ১১ ডিসেম্বর ২০১৯

প্রিন্ট:

চট্টগ্রামের জয়ে শুরু বঙ্গবন্ধু বিপিএল

ছবি- সংগৃহীত

ঢাকা : চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জয় দিয়ে শুরু হলো বঙ্গবন্ধু বিপিএল। উদ্বোধনী ম্যাচে সিলেট থান্ডারকে তারা হারালো ৫ উইকেটে।

১৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো ছিলো না চট্টগ্রামের। ইনিংসের চতুর্থ ওভারে শেষ দুই বলে ওপেনার জুনায়েদ সিদ্দিকী এবং নাসির হোসেনকে তুলে নেন নাজমুল ইসলাম অপু। দারুণ খেলতে থাকা আভিশকা ফার্নান্ডোকে ৩৩ রানে বিদায় করেন সান্তকি। দীর্ঘদিন জাতীয় দলে ব্যর্ত নাসির এদিনও নিজেকে ফিরে ফেলেন না। তবে ছন্দে ছিলো জাতীয় দলের আরেক ব্যাটসম্যান ইমরুল কায়েস। চাপে পড়া দলকে একপাশ আগলে এগিয়ে নেন। এবাদতের বলে সান্তকির হাতে ক্যাচ দেয়ার আগে ৩৮ বলে ৬১ রান করেন ইমরুল। শেষ দিকে ঝড়ো ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান চাদউইক ওয়ালটন।

এর আগে মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রতিপক্ষকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান চট্টগ্রামের অধিনায়ক রিয়াদ এমরিত। ব্যাট করতে নেমে লড়াকু সংগ্রহই দাঁড় করায় সিলেট। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৬২ রান সংগ্রহ করে তারা।

যদিও দ্বিতীয় ওভারেই ওপেনার রনি তালুকদারকে তুলে নেন রুবেল হোসেন। এরপর মোহাম্মদ মিঠুনের সঙ্গে জুটি গড়ে দলকে এগিয়ে নেন জনসন চার্লস। মিঠুন ধীর গতিতে খেললেও চার্লস ছিলেন বিস্ফোরক। তবে বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি চার্লস। ৩৫ রানে চার্লসের বিদায়ের পর জীবন বেন্ডিসও ফিরে যান দ্রুতই।

এরপর অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতের সঙ্গে জুটি গড়েন মিঠুন। ধীরে শুরু করা মোসাদ্দেক শেষ পর্যন্ত খোলস ছেড়ে সেভাবে বের হতে পারেননি। শেষ ওভারে রুবেলের বলে এমরিতের হাতে ক্যাচ দেয়ার আগে ৩৫ বলে ২৯ রান করেন তিনি। অন্যদিকে শুরুতে ওয়ানডে মেজাজে খেলা মিঠুন ইনিংসের মাঝামাঝি থেকে হাত খুলতে থাকেন। শেষ দিকে কার্যকরি ব্যাটিং করে ৪৮ বলে ৮৪ রানে অপরাজিত থাকেন মিঠুন।

বল হাতে ৪ ওভারে ২৭ রান খরচায় ২ উইকেট তুলে নিয়েছেন রুবেল হোসেন। এছাড়া ১টি করে উইকেট শিকার করেছেন নাসুম আহমেদ এবং রিয়াদ এমরিত।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer