Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

চট্টগ্রামে মৃদু ভূমিকম্প,উৎপত্তি মিয়ানমারে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৩৯, ১৫ এপ্রিল ২০১৯

প্রিন্ট:

চট্টগ্রামে মৃদু ভূমিকম্প,উৎপত্তি মিয়ানমারে

ঢাকা : বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম ও দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৪ দশমিক ৭ মাত্রায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে কেঁপেছে চট্টগ্রাম, বান্দরবানসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়ি জনপদ।

ভূমিকম্প অনুভূত হয়েছে মিয়ানমারের বাংলাদেশ ও ভারত সীমান্তবর্তী রাজ্য চিনের রাজধানী শহর হাখার অদূরে।

সোমবার বাংলাদেশ সময় সকাল ৭টা ৩৯ মিনিটে হাখার ২৪ কিলোমিটার পশ্চিম-উত্তর-পশ্চিমে এ ভূমিকম্প অনুভূত হয়।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজি জানায়, রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৭। এর উৎপত্তিস্থল ছিল ভারতের সীমান্ত সংলগ্ন মিয়ানমারের ভূখণ্ডে সমতলের ৫২.৭ কিলোমিটার গভীরে।

পাহাড়ি বর্মী রাজ্য চিনে ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer