Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মোসলেম জয়ী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪২, ১৩ জানুয়ারি ২০২০

আপডেট: ২১:৪৩, ১৩ জানুয়ারি ২০২০

প্রিন্ট:

চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মোসলেম জয়ী

চট্টগ্রাম : চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মোসলেম উদ্দীন চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল বিএনপির প্রার্থী আবু সুফিয়ান।সোমবার রাতে নগরীর জিমনেসিয়ামে রিটার্নিং কর্মকর্তা ফলাফল ঘোষণা করেন। ২৩ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

৪ লাখ ৭৫ হাজার ৯১৬ জন ভোটারের মধ্যে আওয়ামী লীগ প্রার্থী পেয়েছেন ৮৭,২৪৬ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী পেয়েছেন ১৭,৯৩৫ ভোট।কালুরঘাট সেতু বাস্তবায়নে সবার আগে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার ঘোষণা দিয়েছেন উপ নির্বাচনে বিজয়ী মোসলেম উদ্দীন চৌধুরী।

অন্যদিকে, ভোটারদের কম উপস্থিতি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আরো বাড়বে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশন মেয়র। ইভিএমে দ্রুত ফলাফল ঘোষণা ও সুষ্ঠু ভাবে নির্বাচন করতে পারায় সন্তোষ প্রকাশ করেছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer