Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

চট্টগ্রাম বন্দরে জাপানের দুই যুদ্ধজাহাজ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৪৮, ৮ জানুয়ারি ২০২২

প্রিন্ট:

চট্টগ্রাম বন্দরে জাপানের দুই যুদ্ধজাহাজ

তিন দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জাপানের মেরিটাইম সেলফ-ডিফেন্স ফোর্সের দুই যুদ্ধজাহাজ ‘উরাগা’ ও ‘হিরাডো’।

শনিবার জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। এ সময় নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী বাদ্যযন্ত্র পরিবেশনের মাধ্যমে জাহাজ দুটিকে স্বাগত জানায়। পরে চট্টগ্রাম নৌ-অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন মাসুদুল করিম সিদ্দিকী জাহাজ দুটির অধিনায়কদের স্বাগত জানান।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতসহ নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে সফরকারী জাহাজ দুটি বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছালে নৌবাহিনী জাহাজ ‘প্রত্যয়’ তাদের অভ্যর্থনা জানায়।

এ সফর দুই দেশের ৫০ বছরের বন্ধুত্বের প্রতীক উল্লেখ করে বাংলাদেশ জাপান নৌবাহিনীর বিদ্যমান সুসম্পর্ক আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি।

নৌবাহিনী জানায়, জাহাজ দুটি দেশে অবস্থানকালে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতসহ একটি প্রতিনিধি দল কমান্ডার চট্টগ্রাম নৌ-অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এবং চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

জাহাজ দুটির এ শুভেচ্ছা সফর বাংলাদেশ ও জাপানের মধ্যকার পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সহযোগিতা আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তিনদিনের শুভেচ্ছা সফর শেষে আগামী ১০ জানুয়ারি জাহাজ দুটির বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer