Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

চকবাজারে উদ্ধারকাজে বিমান বাহিনী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:১৭, ২১ ফেব্রুয়ারি ২০১৯

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

চকবাজারে উদ্ধারকাজে বিমান বাহিনী

ছবি- সংগৃহীত

ঢাকা : পুরান ঢাকার চকবাজারের অগ্নিকাণ্ডে উদ্ধারকাজকে গতিশীল করতে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। 

এ সম্পর্কে বিমান বাহিনীর প্রশাসনিক কর্মকর্তা (ফায়ার সার্ভিস ইনচার্জ) স্কোয়াড্রন লিডার সঞ্জিব চৌধুরী গণমাধ্যমকে জানান, পানি স্বল্পতার খবর পেয়ে বিমান বাহিনীর পক্ষ থেকে চার গাড়ি পানি নিয়ে আসা হয়। এছাড়া দুটি হেলিকপ্টারে করে আকাশ থেকে পানি ছিটানো হয়। 

বুধবার রাত ১০টা ৩৮ মিনিটে রাজধানীর পুরান ঢাকার চকবাজার থানার শাহী মসজিদের পাশে একটি বহুতল ভবনে আগুন লেগে তা আশেপাশের ভবনে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৩২টি ইউনিট চার ঘণ্টার মতো কাজ করে আগুন নিয়ন্ত্রণে নেয়। যদিও এখনও পর্যন্ত আগুন পুরোপুরি নেভেনি।

আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশনের ৩৭টি ইউনিট। এলাকাবাসীর সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানায় ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer