Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪

ঘোষিত ন্যূনতম মজুরি প্রত্যাখ্যান শ্রমিকদের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৩, ১৪ সেপ্টেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ঘোষিত ন্যূনতম মজুরি প্রত্যাখ্যান শ্রমিকদের

ছবি- সংগৃহীত

ঢাকা : তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি আট হাজার টাকা করার সরকারি ঘোষণা প্রত্যাখ্যান করেছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র।

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেছে কয়েকশ’ পোশাক শ্রমিক। এতে অবিলম্বে ঘোষিত মজুরি পুনর্বিবেচনা করে ১৬ হাজার টাকা নির্ধারণের দাবি জানানো হয়।তারা সরকারের সিদ্ধান্তে প্রতিবাদে একটি মিছিলও বের করেন।শাহবাগ থানার ওসি আবুল হাসান এ কথা জানিয়েছেন।

সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক শ্রমিক নেতা জলি তালুকদার বলেন, সরকারের পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি অন্যায্য ও অগ্রহণযোগ্য। তিনি সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানান।

সমাবেশে নেতারা বলেন, বর্তমান বাজারে আট হাজার টাকা দিয়ে কারো পক্ষে জীবন ধারণ করা এবং উৎপাদন অব্যাহত রাখা সম্ভব নয়। দেশের সর্বোচ্চ রপ্তানি আয় করা শ্রমিকরা ই চরম বৈষম্য কখনোই মেনে নেবে না।

ইউ.এন.বি নিউজ

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer