Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

গোমতী এবং গোদাগাড়ি নৌরুট খননে দু’দেশের যোগাযোগ বাড়বে:প্রতিমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:০৪, ১৬ মে ২০১৯

প্রিন্ট:

গোমতী এবং গোদাগাড়ি নৌরুট খননে দু’দেশের যোগাযোগ বাড়বে:প্রতিমন্ত্রী

ঢাকা : কুমিল্লা জেলার গোমতী নদী এবং রাজশাহীর গোদাগাড়ি নৌরুট খননের সার্ভে করা হয়েছে। টেকনিক্যাল কমিটির সভার সিদ্ধান্ত অনুযাযী এ রুটগুলো খনন করে শিগগিরই চালু করা হবে।এতে বাংলাদেশ ও ভারতের মধ্যে যোগাযোগ আরো বাড়বে।

বাংলাদেশ নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাস আজ সচিবালয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সাথে সাক্ষাত করতে এলে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
আলাপকালে হাইকমিশনার গোমতী নদী, জকিগঞ্জ-আশুগঞ্জ এবং গোদাগাড়ি নৌপথ খনন কাজ সম্পন্ন করার আহবান জানান।

প্রতিমন্ত্রী বলেন,বাংলাদেশ-ভারতের মধ্যে নৌপথে এবং স্থলপথে যোগাযোগ রয়েছে। অনেক স্থানে ভারতীয় অর্থায়নে বিভিন্ন কার্যক্রম চলছে।

এসময় দিনাজপুরের বিরল এবং ভারতের রাধিকাপুর স্থলবন্দর চালু করার বিষয়েও আলোচনা করা হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer