Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

গুপ্তচরবৃত্তি: ন্যাটোর সঙ্গে কূটনৈতিক মিশন স্থগিত করলো রাশিয়া

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৩২, ১৯ অক্টোবর ২০২১

প্রিন্ট:

গুপ্তচরবৃত্তি: ন্যাটোর সঙ্গে কূটনৈতিক মিশন স্থগিত করলো রাশিয়া

পশ্চিমা দেশসমূহের সামরিক জোট ন্যাটোর সঙ্গে সবরকম কূটনৈতিক মিশন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়ার। গুপ্তচরবৃত্তির অভিযোগ আসার পর এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

স্থানীয় সময় সোমবার (১৮ অক্টোবর) রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এ তথ্য জানিয়েছেন বলে নিশ্চিত করেছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ন্যাটো তাদের মিশন থেকে আটজন রাশিয়ান কূটনীতিককে বহিষ্কার করেছে। এ ঘটনার পাল্টা জবাবে এবার ন্যাটোতে থাকা নিজেদের স্থায়ী মিশন স্থগিত করছে রাশিয়া।

সের্গেই ল্যাভরভ বলেন, ন্যাটোতে রাশিয়ার স্থায়ী মিশন স্থগিতাদেশ নভেম্বরের প্রথম দিক থেকে কার্যকর করা হবে। রুশ কর্মকর্তা বহিষ্কারের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কোনো সমতাভিত্তিক সংলাপে আগ্রহী নয় ন্যাটো। যার কারণে ভবিষ্যতে কিছু পরিবর্তন ঘটবে এমনটা আশা করা যায় না। ফলে মিশন চালিয়ে যাওয়ার তেমন প্রয়োজনীয়তা দেখছি না। রাশিয়ার এ ঘোষণার পর ন্যাটো জানিয়েছে, তারা বিষয়টি নজরে রেখেছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer