Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

গাজীপুরে সিসা ও পলিথিন কারখানাকে ৬ লাখ টাকা জরিমানা

মো. আলফাজ উদ্দীন, গাজীপুর থেকে

প্রকাশিত: ২১:০০, ২৪ জুন ২০২১

প্রিন্ট:

গাজীপুরে সিসা ও পলিথিন কারখানাকে ৬ লাখ টাকা জরিমানা

গাজীপুরে অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের মাধ্যমে পরিবেশ দূষণের দায়ে দুটি কারখানাকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান অভিযান পরিচালনা করেন। এ সময় নগরীর কাশিমপুর থানার সারাবো এলাকার ঝংসিয়ান রিজেনারেশনকে দেড় লাখ টাকা জরিমানা ও ম্যানেজার কোরবান আলীকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া একই থানার হাতিমারা এলাকার টংরিভ ইন্ডাস্ট্রিকে দুই লাখ টাকা জরিমানা এবং উভয় কারখানার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন আদালত। পৃথক অভিযানে টঙ্গীর বড় দেওড়া এলাকার হেলাল উদ্দিনের কারখানা থেকে ৫০০ কেজি অবৈধ পলিথিন জব্দ ও আড়াই লাখ টাকা জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মমিন ভূঁইয়া, রিসার্চ অফিসার আশরাফ উদ্দিন, পরিদর্শক সঞ্জিত বিশ্বাস প্রমুখ।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer