Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

গাজীপুরে বকেয়ার দাবিতে আন্দোলনে নগর মাতৃসদনের কর্মীরা

মাসুম বিল্লাহ মাজেদ, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৪০, ২২ এপ্রিল ২০১৯

প্রিন্ট:

গাজীপুরে বকেয়ার দাবিতে আন্দোলনে নগর মাতৃসদনের কর্মীরা

ছবি : বহুমাত্রিক.কম

গাজীপুর: ১২ মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে নগর মাতৃসদন কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। নগর মাতৃসদন কেন্দ্রের সেবার কাজ করছেন এলজিআরডি মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে নগর মাতৃসদনের ৭৪ জন চাকুরীজীবী।

আন্দোলনকারীরা পপুলেশন সার্ভিসেস এন্ড ট্রেনিং সেন্টার (পিএটিসি) চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত। আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্টটি পরিদর্শন করেন ডাঃ মোঃ রহমত উল্লা প্রোগ্রাম কর্মকর্তা রাবেয়া আনোয়ার নগর মাতৃসদন কেন্দ্রতে গিয়ে দেখেন কয়েকজন কর্মী ১২ মাসের বেতনের দাবিতে অবস্থান কর্মসূচি ও অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন এবং সকল স্বাস্থ্য সেবা বন্ধ রয়েছে।

কেন্দ্রের প্রকল্প পরিচালক পাপিয়া রহমান জানান, আমাদের পিএসটিসি থেকে কাজ বন্ধ করে দেয়ার চিঠি দিয়েছে তাও কয়েক মাস আগেই আমারও বেতন হচ্ছে না। যদিও আমাদের আইন অনুসারে এখানে কোন কাজ নেই। আমরা আমাদের কর্মকর্তাদের মৌখিক আদেশ অনুসারে কাজ করছি নিজ দ্বায়িত্বে। আন্দোলন করছে ৭৪ জন জেলা প্রশাসকের কাছে ঘটনার ব্যাপারে স্বারকলিপি প্রদান করবেন।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer