Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪

গাজীপুরে দেড় শতাধিক শিক্ষার্থীর সমবেত কন্ঠে জাতীয় সংগীত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৫৮, ১৮ সেপ্টেম্বর ২০১৯

প্রিন্ট:

গাজীপুরে দেড় শতাধিক শিক্ষার্থীর সমবেত কন্ঠে জাতীয় সংগীত

ছবি : বহুমাত্রিক.কম

গাজীপুর: ‘সকলের জন্য সংগীত, সকলের জন্য সংস্কৃতি’- প্রশিক্ষণ কর্মশালায় গাজীপুরে দেড় শতাধিক শিক্ষার্থী জাতীয় সংগীত ও বাংলা সংগীত চর্চায় অংশ নিয়েছে। মঙ্গলবার গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নাট মন্দিরে জেলা শিল্পকলা একাডেমি এ কর্মশালার আয়োজন করে।

সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবু নাসার উদ্দিন । জেলা কালচারাল অফিসার শারমীন জাহানের সঞ্চালনায় অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, সহ-অধ্যাপক অসীম কুমার বিভাকর বক্তব্য রাখেন। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সহ-কমিশনার থান্ডার কামরুজ্জামান ।

এ সময় জাতীয় সংগীত ছাড়াও দ্বিজেন্দ্র সংগীত ‘ধন ধন্যে পুস্পে ভরা, আমাদের এই বসুন্ধরা’ গানটি সমবেত কন্ঠে পরিবেশন করে স্থানীয় ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের দেড় শতাধিক ছাত্র-ছাত্রী।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer