Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

গাজীপুরে ‘কমন এসটিআই ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনার

সৈয়দ মোকছেদুল আলম

প্রকাশিত: ১১:৪১, ১২ সেপ্টেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

গাজীপুরে ‘কমন এসটিআই ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনার

ছবি : বহুমাত্রিক.কম

গাজীপুর : মঙ্গলবার গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতাল সেমিনার কক্ষে ‘কমন এসটিআই ইন বাংলাদেশ’ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়। পিএসটিসি এর সংযোগ প্রকল্পের চলমান এ কর্মসূচিতে ওই হাসপাতালের ৪০ জন ডাক্তার ও নার্সসহ ৪৫ জন এতে সক্রিয় অংশগ্রহণ করেন।

হাসপাতালের পরিচালক ডা. আলী হায়দার খান প্রধান অতিথির বক্তব্যে বলেন, শিল্প এলাকা বিধায় গাজীপুর যৌনবাহিত রোগের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকা। তাই এখানে তা প্রতোরোধে জোরদার কার্যক্রম চালাতো সময়ের দাবি।

রিসোর্স পারসন একই হাসপাতালের ডিডি ডাঃ মোঃ ফরিদুল আলম, এডি ডাঃ তপন কান্তি সরকার ও এসিস্টেন্ট প্রফেসর ডাঃ মোঃ মনিরুজ্জামান বিষয়ভিত্তিক বক্তব্য উপস্থাপন করেন। পিএসটিসি- সংযোগ প্রকল্পের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর প্রিয়দর্শন মন্তল কর্মশালায় সভাপতিত্ব করেন।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer