Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

গাজীপুর প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪৫, ৬ আগস্ট ২০২০

আপডেট: ১৯:৫৭, ৬ আগস্ট ২০২০

প্রিন্ট:

গাজীপুর প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

ছবি- সংগৃহীত

গাজীপুর: গাজীপুর প্রেস ক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির (২০২০-২১) শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান বৃহস্পতিবার দুপুরে সম্পন্ন হয়েছে। ক্লাব মিলনায়তনে শপথবাক্য পাঠ করান বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী। পরে প্রেস ক্লাবের আহ্বায়ক প্রভাষক মাসুদুল হক নয়া সভাপতি অধ্যাপক আমজাদ হোসেনের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।

এসময় আরও বক্তব্য রাখেন, সাবেক সভাপতি অধ্যাপক এনামুল হক, নতুন কমিটির সভাপতি অধ্যাপক আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক রাহিম সরকার, প্রধান নির্বাচন কমিশনার মোসাদ্দেক হোসেন, সাবেক সহসভাপতি আবুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ ফারুক, নির্বাহী সদস্য মাহতাব উদ্দিন আহমদ। অনুষ্ঠানে অন্যান্য সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, করোনা-বন্যার মত মহামারী, দুর্ঘটনা থাকবেই। এর মধ্যেই রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যম এর কাজ চালিয়ে যেতে হবে। সাংবাদিকদের দায়িত্ব আরও গুরুত্বের সাথে পালন করতে হবে। সাংবাদিকরা প্রলোভন ও রক্তচক্ষু উপেক্ষা করে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করলে দেশ এবং জাতি উপকৃত হবে।

প্রসঙ্গত: মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে নির্বাচন কমিশন গত ২৪ জুলাই সভাপতি পদে অধ্যাপক আমজাদ হোসেন (সম্পদক, দৈনিক গণমুখ), সিনিয়র সহসভাপতি পদে আলমগীর হোসেন (সম্পাদক দৈনিক মুক্ত বলাকা), সহ সভাপতি পদে সৈয়দ মোকছেদুল আলম (বার্তা সম্পাদক দৈনিক গণমুখ), সাধারণ সম্পাদক রাহিম সরকার (দৈনিক জনতা ও বিজয় টিভি), যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান (দৈনিক প্রভাত), সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ ফারুক (বাংলা ভিশন), কোষাধ্যক্ষ কামাল হোসেন বাবুল (মুক্ত বলাকা) প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আবুল হাসান (ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন), দপ্তর সম্পাদক মো. আবিদ হোসেন বুলবুল (দৈনিক সকালের সময়), ক্রীড়া, সাংস্কৃতিক ও কল্যাণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (জিটিভি) এবং সদস্য পদে অধ্যাপক এনামুল হক (দৈনিক বাংলাদেশের খবর), মো. রুহুল আমিন সজীব (দৈনিক খবর), মাহতাব উদ্দিন আহাম্মদ (দৈনিক দিনের শেষে), প্রভাষক মাসুদুল হক (বাংলাদেশ বেতার), এম. নজরুল ইসলাম (দেশ টেলিভিশন), আফজাল হোসেন (দৈনিক আমার সময়) এবং এম এ ফরিদ (মর্নিং গ্লোরী) কে নির্বাচিত ঘোষণা করা হয়।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer