Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করল সিবিআই

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:১৪, ১১ আগস্ট ২০২২

প্রিন্ট:

গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করল সিবিআই

পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলকে শেষ মেষ গ্রেপ্তার করল ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। বৃহস্পতিবার বীরভূমের বোলপুরে অনুব্রতর বাড়িতে গিয়ে তাঁকে গ্রেপ্তার করেন সিবিআইয়ের আধিকারিকরা।

এর আগে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ব্যাক্তিগত আইনজীবী মারফৎ চিঠি পাঠিয়ে সিবিআইয়ের অফিসে হাজিরা এড়িয়ে যান

বুধবার সিবিআই আবার তাঁকে হাজিরার নোটিশ পাঠান। অনুব্রত এবারও সিবিআইয়ের দশ নম্বর হাজিরা এড়িয়ে যান। তখনই তাঁর বিরুদ্ধে সিবিআই কড়া পদক্ষেপ নিতে পারে বলেই কানাঘুষো শোনা গিয়েছিল। বৃহস্পতিবার সকালেই বোলপুরে পৌঁছে যান গোয়েন্দারা। কেন্দ্রীয় বাহিনীকে নিয়েই অনুব্রতর বাড়িতে হানা দেয় সিবিআই। পরিণতি কী হতে পারে, তা নিয়ে জল্পনা বাড়ছিল। টানটান উত্তেজনার শেষে অনুব্রতকে গ্রেপ্তারির সিদ্ধান্ত নিয়েছে সিবিআই।

এদিন সকালে অনুব্রতর বাড়িতে ঢুকেই ভিতর থেকে তাঁর বাড়ির সমস্ত গেটে তালা ঝুলিয়ে দেওয়ার নির্দেশ দেন আধিকারিকরা। বাইরে রাখা থাকে কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের। বাড়ির প্রত্যেকের এবং অনুব্রতর দেহরক্ষীদের ফোন কেড়ে নিয়ে বাইরে বের করে দেওয়া হয়। সিবিআই সূত্রে খবর, গরুপাচার কাণ্ডের তদন্তে অসহযোগিতার কারণেই অনুব্রতকে গ্রেপ্তার করা হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer