Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

গতিপথ বদলেছে বায়ু:গুজরাটে আঘাত হানছে না

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৫২, ১৩ জুন ২০১৯

প্রিন্ট:

গতিপথ বদলেছে বায়ু:গুজরাটে আঘাত হানছে না

ঢাকা : ভারতের গুজরাটের ওপর বৃহস্পতিবার ঘূর্ণিঝড় ‌`বায়ু` আছড়ে পড়বে বলে পূর্বাভাস দিয়েছিলেন আবহাওয়াবিদরা। তবে রাতারাতি গতিপথ বদলেছে বায়ু। 

আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত বায়ু সরে গেছে সমুদ্রের দিকে। তবে, গতিপথ পরিবর্তন করলেও আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার জন্য পশ্চিম উপকূলে সর্বোচ্চ সতর্কতা জারি থাকবে।

আহমেদাবাদ আবহাওয়া অফিসের কর্মকর্তা মনোরমা মহান্তি জানিয়েছেন, গুজরাটে আছড়ে পড়ছে না বায়ু। আপাতত এর গতিপথ ভেরাভাল, পোরবন্দর এবং দ্বারকার দিকে। এর ফলে উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইবে।

সমুদ্র উত্তাল রয়েছে। ঝোড়ো হাওয়া বইছে উপকূল দিয়ে। বুধবার দিউ এবং গুজরাটের উপকূলীয় অঞ্চল থেকে তিন লাখের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer