Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৪ ১৪৩১, বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪

গণিতবিদ অধ্যাপক শিশির ভট্টাচার্য’র প্রয়াণ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৩৯, ১০ জুলাই ২০২০

প্রিন্ট:

গণিতবিদ অধ্যাপক শিশির ভট্টাচার্য’র প্রয়াণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অবসরপ্রাপ্ত শিক্ষক, বিশিষ্ট গণিতবিদ ও মহাকাশ গবেষক অধ্যাপক শিশির কুমার ভট্টাচার্য (৮০) আর নেই। শুক্রবার সকালে বার্ধক্যজনিত কারণে রাবি সংলগ্ন কাজলা এলাকার নিজ বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, দুই ছেলেসহ বহু গ্রণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যু বিষয়টি নিশ্চিত করে স্বজনরা জানান, শুক্রবার বিকেলে রাজশাহী মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।অধ্যাপক ড. শিশির ভট্টাচার্য ১৯৪০ সালের ২৫ এপ্রিল বরিশালের উজিরপুর থানার ঢামুরা গ্রামে জন্মগ্রহণ করেন। আশিকের দশকে মহাকাশ গবেষণার জন্য খ্যাতি অর্জন করেন তিনি। লিখেছেন বিজ্ঞানবিষয়ক বহু বই। ২০০৫ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন।

মহাকাশ গবেষণা ও গনিতে অবদানের জন্য অধ্যাপক ড. শিশির ভট্টাচার্য ২০১৯ সালে বাংলা একাডেমির `মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কার` অর্জন করেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer