Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

গণমাধ্যমকর্মী আইনে সই করেছেন আইনমন্ত্রী: তথ্যমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:০৮, ৩ জানুয়ারি ২০২২

প্রিন্ট:

গণমাধ্যমকর্মী আইনে সই করেছেন আইনমন্ত্রী: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, গণমাধ্যমকর্মী আইনে ইতোমধ্যে আইনমন্ত্রী সই করেছেন। এখন রাষ্ট্রপতির কাছে যাবে। অনুমোদন পেলেই জাতীয় সংসদে উত্থাপিত হবে। আসন্ন শীতকালীন অধিবেশনে উত্থাপিত হতে পারে।

সোমবার  সচিবালয়ের সাংবাদিকদের এ কথা তিনি

মন্ত্রী আরও বলেন, পদ্মাসেতুর ওপর দিয়ে প্রধানমন্ত্রী এপার থেকে ওপার গিয়েছেন। অথচ একসময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও বিএনপি নেতারা এটি নিয়ে সমালোচনা করেছেন। বিশ্বব্যাংকসহ যারা সেতুতে অর্থায়ন বন্ধ করেছিলেন তারা লজ্জিত হবেন। সেতু দিয়ে প্রধানমন্ত্রীর পারাপারেই স্পষ্ট নানা সমালোচনা সত্ত্বেও আজ পদ্মাসেতু নির্মাণ সম্পন্ন হয়েছে।

এর আগে রোববার (২ জানুয়ারি) প্রেসক্লাবে এক অনুষ্ঠানে গণমাধ্যমকর্মী আইন নিয়ে তথ্যমন্ত্রী বলেন, এ আইন বাস্তবায়ন হলে গণমাধ্যমকর্মীদের সুরক্ষা দেওয়া সহজ হবে। সাংবাদিক হতে হলে কিছু মাপকাঠি নির্ধারণ করে দেওয়া উচিত বলে মন্তব্য করেন মন্ত্রী।

তিনি বলেন, ভুয়া সাংবাদিকে ভরে গেছে মফস্বল এলাকা। সাংবাদিকতার মান নির্ধারণে কিছু মাপকাঠি থাকা দরকার। শৃঙ্খলা দরকার।

শিগগিরই শিক্ষাবৃত্তি চালু করার আশা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের। অতীতে অনেকেই ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ ছাড়া অন্য সরকার সাংবাদিকদের জন্য এত কাজ করেনি, বলেন মন্ত্রী।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer