Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

গণপরিবহন ভাড়া ৬০ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:২৯, ৩১ মে ২০২০

প্রিন্ট:

গণপরিবহন ভাড়া ৬০ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

স্বাস্থ্যবিধি মেনে চালানোসহ শর্তসাপেক্ষে গণপরিবহন (বাস, মিনিবাস) ভাড়া ৬০ শতাংশ বাড়িয়েছে সরকার। সোমবার থেকে সারাদেশে এ ভাড়া কার্যকর হবে।রোববার এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ৮০ শতাংশ ভাড়া বাড়ানোর প্রস্তাব করলেও তা কমিয়ে ৬০ শতাংশ করে মন্ত্রণালয়।

এর আগে শনিবার ব্যয় বিশ্লেষণ কমিটির বৈঠকে বাসের ভাড়া ৮০ শতাংশ বাড়ানোর সুপারিশ করে বিআরটিএ।

ঢাকা জেলার বাস, মিনিবাস, সিটিং সার্ভিসসহ, দূরপাল্লা তথা আন্তঃজেলায় চলাচলকারী সব বাসের ক্ষেত্রে এই ভাড়া বাড়ানোর সুপারিশ করে সরকারি সংস্থাটি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer