Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

খ্যাতিমান সাংবাদিক ক্রিস্টিনা আমানপোর ক্যান্সারে আক্রান্ত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৪৮, ১৫ জুন ২০২১

প্রিন্ট:

খ্যাতিমান সাংবাদিক ক্রিস্টিনা আমানপোর ক্যান্সারে আক্রান্ত

সিএনএন-এর সুপরিচিত উপস্থাপক ক্রিস্টিয়ান আমানপোর ঘোষণা করেছেন যে তিনি জরায়ু ক্যান্সারে ভুগছেন। ৬৩ বছর বয়সী আমানপোর জানান, ক্যান্সার অপসারণের জন্য সম্প্রতি তার বড় ধরনের অস্ত্রোপচার হয়েছে। এরপর আগামী কয়েকমাস যাবৎ তাকে কেমোথেরাপি দেয়া হবে।

আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচিত এই সাংবাদিক লন্ডনে তার বাসার স্টুডিও থেকে এই ঘোষণা দেন। গত কয়েক দশক যাবৎ আমানপোর বিশ্বজুড়ে বিভিন্ন যুদ্ধ এবং নানা সংকট নিয়ে রিপোর্ট করেছেন।

জরায়ু ক্যান্সারে আক্রান্ত হবার ঘোষণা দিয়ে আমানপোর বলেন, বিশ্বজুড়ে এ বিষয়টি নিয়ে নারীদের আরও সচেতন হতে হবে। এজন্য প্রতিনিয়ত ক্যান্সার স্ক্রিনিং করার আহবান জানান তিনি। তিনি বলেন, লক্ষণ-উপসর্গ দেখে জরায়ু ক্যান্সার নির্ণয় করা খুব কঠিন কাজ। কারণ এই রোগের ক্ষেত্রে পেট ব্যথার মতো যে ধরণের লক্ষণ দেখা যায় সেগুলো খুব একটা গুরুত্ব দিয়ে অনেকে ভুল করে। সূত্র : বিবিসি বাংলা

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer