Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

খুলনায় যারা মনোনয়নপত্র জমা দিলেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:০১, ২৮ নভেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

খুলনায় যারা মনোনয়নপত্র জমা দিলেন

খুলনা: খুলনার ৬টি আসনে আওয়ামী লীগ, বিএনপিজোট, জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের প্রাথীরা মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন: খুলনা ১ ( দাকোপ- বটিয়াঘাটা) : পঞ্চানন বিশ্বাস (আওয়ামী লীগ), ননীগোপাল মন্ডল (বিদ্রোহী, আ. লীগ), আমীর এজাজ খান (বিএনপি), গৌরাঙ্গ প্রসাদ রায় (ওয়ার্কার্স পার্টি), সুনীল শুভ রায় (জাতীয় পার্টি), অশোক কুমার সরকার (সিপিবি) ও আবু সাঈদ (ইসলামী আন্দোলন)।

খুলনা ২ ( সোনাডাঙ্গা) : শেখ সালাউদ্দিন জুয়েল (আওয়ামী লীগ), নজরুল ইসলাম মঞ্জু (বিএনপি), এইচ এম শাহাদাৎ (সিপিবি), মনিরা বেগম (গণফ্রন্ট), আবদুল আউয়াল (ইসলামী আন্দোলন), কে এম ইদ্রিস আলী বেল্টু (জাকের পার্টি), এস এস ইসমাইল আলী (মুসলিম লীগ), এসএম এরশাদুজ্জামান ডলার (বাংলাদেশ জাতীয় পার্টি) ও এস এম সোহাগ (বিএনএফ)।

খুলনা ৩ ( খালিশপুর- দৌলতপুর- খানজাহান আলী থানার আংশিক) : বেগম মন্নুজান সুফিয়ান (আওয়ামী লীগ), রকিবুল ইসলাম বকুল (বিএনপি), এস এস আরিফুর রহমান মিঠ (বিএনপি), জনার্দন দত্ত নান্টু (বাসদ), মাওলানা মুজ্জাম্মিল হক (ইসলামী আন্দোলন) ও জেএসডির অ্যাডভোকেট আ ফ ম মহসিন জেএসডি) এবং এসএম সাব্বির হোসেন (জাকের পার্টি)।

খুলনা ৪ (রূপসা- তেরখাদা- দিঘলিয়া) : আব্দুস সালাম মুর্শেদী (আওয়ামী লীগ), শরীফ শাহ কামাল তাজ ও আজিজুল বারী হেলাল (বিএনপি), কেএম আলী দাদ (বিপ্লবী ওয়ার্কার্স পার্টি), মেজর (অব:) হাবিবুর রহমান (বিএনএফ), ইউনুস আহমেদ শেখ (ইসলামী আন্দোলন), মাওলানা সাখাওয়াত হোসেন (খেলাফত মজলিশ), হাদিউজ্জামান (জাতীয় পার্টি) ও আনসার আলি (জাকের পার্টি)।

খুলনা ৫ (ডুমুরিয়া- ফুলতলা- খানজাহান আলী থানার আংশিক) : নারায়ন চন্দ্র চন্দ (আওয়ামী লীগ), ডা. গাজী আব্দুল হক ও ড. মামুন রহমান (বিএনপি), অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার (জামায়াতে ইসলামী), চিত্তরঞ্জন গোলদার (সিপিবি), শেখ মুজিবুর রহমান (ইসলামী আন্দোলন) ও মো: শহীদ আলম (জাতীয় পার্টি)।

খুলনা ৬ (কয়রা- পাইকগাছা) : আখতারুজ্জামান বাবু (আওয়মিী লীগ), বিএনপির শফিকুল আলম মনা, জামায়াতের আবুল কালাম আজাদ, জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধু, জেএসডির আইয়ুব আলী কাজী ও ইসলামী আন্দোলনের গাজী নূর আহমেদ, মির্জা গোলাম আজম (বিএনএফ), সুব্রত কুমার বাইন (স্বতন্ত্র), মো: আব্দুল কাদের (স্বতন্ত্র), শেখ মুরতুজা আল-মামুন (জাকের পার্টি), সুবাস চন্দ্র সাহা (সিপিবি), মোস্তফা কামাল (জাতীয় পার্টি)।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer