Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

খুলনায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন

শেখ হেদায়েতুল্লাহ, খুলনা

প্রকাশিত: ১৮:০২, ৬ মার্চ ২০১৯

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

খুলনায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন

ছবি : বহুমাত্রিক.কম

খুলনা : খুলনায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে বুধবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত খুলনা জেলা প্রশাসন, জেলা মহিলা বিষয়ক দপ্তর, বেসরকারি সংস্থা ও বিভিন্ন নারী স্বেচ্ছাসেবী নারী সংগঠন এর যৌথ উদ্যোগে শেরে বাংলা রোডস্থ জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নারী দিবসের এবারের প্রতিপাদ্য ‘সবাই মিলে ভাবো, নতুন কিছু করো নারী-পুরুষ সমতার

নতুন বিশ্ব গড়ো’। মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন খুলনার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ইশরাত জাহান। খুলনা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ- পরিচালক নার্গিস ফাতেমা জামিনের সভাপতিত্বে এই মানববন্ধনে রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল আলম, নারী নেত্রী শামীমা সুলতানা শিলু ও সাকেরা বানুসহ বিভিন্ন বেসরকারি সংগঠন ও স্বেচ্ছাসেবী সংস্থার নেত্রীরা বক্তৃতা করেন।
মানববন্ধনে জেলা প্রশাসন, জেলা মহিলা বিষয়ক দপ্তর, এডাব, উইএমএসএস প্রকল্প, সুশীলন, রূপান্তর, ব্র্যাক, এফপিএবি, লাইট হাউসসহ বিভিন্ন বেসরকারি সংগঠন, এনজিও ও স্বেচ্ছাসেবী সংস্থা অংশগ্রহণ করে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer