Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

খাসোগিকে হত্যার নির্দেশের অভিযোগ ভিত্তিহীন : সৌদি আরব

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:০৮, ১৩ অক্টোবর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

খাসোগিকে হত্যার নির্দেশের অভিযোগ ভিত্তিহীন : সৌদি আরব

ঢাকা : সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রী দেশটির বিরুদ্ধে রিয়াদের কট্টর সমালোচনাকারী সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার নির্দেশের অভিযোগ নাকচ করে দিয়েছেন। তিনি এই অভিযোগকে ‘ভিত্তিহীন ও মিথ্যা বলে’ অভিহিত করেন।

সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স আব্দেল আজিজ বিন সৌদ বিন নায়েফ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সিকে বলেন, ‘তার দেশ আন্তর্জাতিক আইন ও নীতির প্রতি শ্রদ্ধাশীল।’

ওয়াশিংটন পোস্টের কলাম লেখক খাসোগি তার আসন্ন বিয়ের ব্যাপারে কিছু কাগজপত্র তোলার জন্য ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি দূতাবাসে প্রবেশ করার পর নিখোঁজ হন।
তুরস্কের পুলিশ ও বেশ কয়েকটি গণমাধ্যমের দাবি সৌদি দূতাবাসে তাকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে।

এই ঘটনাটি তুরস্ক-সৌদি সম্পর্কে শুধু বিরূপ প্রভাবই ফেলবে না, উপরন্তু সৌদি আরবের ভাবমূর্তি নষ্ট হবে ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্কের অবনতি ঘটাবে বলে বিশ্লেষকরা মনে করছেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer