Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

খালেদার অনুপস্থিতিতে রায়ের দিন ধার্য বেআইনি : ফখরুল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:০০, ১৬ অক্টোবর ২০১৮

আপডেট: ২১:১৬, ১৬ অক্টোবর ২০১৮

প্রিন্ট:

খালেদার অনুপস্থিতিতে রায়ের দিন ধার্য বেআইনি : ফখরুল

ঢাকা : যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার রায়ের দিন ধার্যকে বেআইনি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার রাজধানীর উত্তরায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

দুপুরে জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি সভাপতি আ স ম আব্দুর রবের বাসভবনে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক হয়। ওই বৈঠক থেকে বের হওয়ার সময় বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন।

তিনি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের তারিখ প্রসঙ্গে বলেন, ‘বিনা বিচারে ন্যায়বিচার ছাড়া সিদ্ধান্ত নিয়েছে। তার (খালেদা জিয়ার) অনুপস্থিতিতে বিচারকার্য পরিচালনা করার ঘোষণা বেআইনি। দেশে বিচারব্যবস্থা ভেঙে পড়েছে।’

এর আগে মঙ্গলবার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত ২৯ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer