Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

খাদ্যপণ্যে ভেজাল : অভিযোগ জানাতে হটলাইন চালুর নির্দেশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৫, ১৬ জুন ২০১৯

প্রিন্ট:

খাদ্যপণ্যে ভেজাল : অভিযোগ জানাতে হটলাইন চালুর নির্দেশ

ঢাকা : ভেজাল খাদ্যপণ্যের বিরুদ্ধে ভোক্তারা যেকোনো সময় অভিযোগ জানাতে পারে সেজন্য আগামী ২ মাসের মধ্যে হটলাইন সার্ভিস চালুর নির্দেশ নিয়েছেন হাইকোর্ট। আদালতের বেধে দেওয়া এই সময়ের মধ্যেই হটলাইন সার্ভিস চালু করতে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর নির্দেশ দেওয়া হয়।

একই সঙ্গে বিএসটিআইয়ের নির্ধারিত ৪০৬ পণ্যসহ অন্যান্য যে সব পণ্য বাজারে রয়েছে সেগুলোর উপর বছর জুড়ে পরীক্ষা করার জন্য বিএসটিআইকে নির্দেশ দিয়েছেন আদালত।

বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিব আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ রোববার এ আদেশ দেন।

এর আগে আদালতের তলব আদেশে হাইকোর্টে হাজির হন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুল হক। একই সঙ্গে তিনি আদালতের আদেশ বাস্তবায়ন না করায় নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। পরে আদালত তার আবেদন মঞ্জুর করে তাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেন।

আদালতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষে ব্যারিস্টার কামাল উল আলম, বিএসটিআইয়ের পক্ষে সরকার এমআর হাসান ও ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের পক্ষে কামরুজ্জমান কচি শুনানি করেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer