Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

খরার কারণে প্রতি ৪ জনে ১ জন সোমালি অনাহারে কাটাচ্ছে : জাতিসংঘ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৩৪, ২০ ডিসেম্বর ২০২১

আপডেট: ২৩:৩৪, ২০ ডিসেম্বর ২০২১

প্রিন্ট:

খরার কারণে প্রতি ৪ জনে ১ জন সোমালি অনাহারে কাটাচ্ছে : জাতিসংঘ

সোমবার সতর্ক করেছে যে, সংঘাতে বিপর্যস্ত সোমালিয়ায় খরার কারণে প্রতি চারজনের মধ্যে একজন অনাহারে দিন কাটাচ্ছে। সেখানে বিগত তিন ঋতু কম বৃষ্টিপাতের পরে চতুর্থ দফা বৃষ্টিপাত কম হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

জাতিসংঘ বলেছে, বিগত ৩০ বছরে দেশটিতে কখনও টানা তৃতীয়বার বৃষ্টিহীন বর্ষাকাল দেখা যায়নি। পরিস্থিতি আরো খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। তীব্র খাদ্য সংকটে থাকা ৪৬ লাখ মানুষের জন্য ২০২২ সালের মে মাসের মধ্যে খাদ্য সহায়তার প্রয়োজন দেখা দিবে।

জাতিসংঘ এক বিবৃতিতে বলেছে খাদ্য, পানি এবং চারণ ভূমির ঘাটতির কারণে ইতোমধ্যে ১ লাখ ৬৯ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছে। অনুমান করা হচ্ছে যে, ছয় মাসের মধ্যে ১৪ লাখ মানুষ খরায় ক্ষতিগ্রস্ত হবে।

সাম্প্রতিক বছরগুলিতে, সংঘাত নয় বরং প্রাকৃতিক দুর্যোগ সোমালিয়ায় বাস্তুচ্যুতির প্রধান কারণ। যুদ্ধ বিধ্বস্ত দেশটি জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ।

সোমালিয়া সংক্রান্ত জাতিসংঘ মানবিক সমন্বয়ক অ্যাডাম আবদেলমৌলা এক সাক্ষাৎকারে এএফপিকে বলেছেন, আগামী কয়েক মাসের মধ্যে পাঁচ বছর বা তার কম বয়সী ৩০০,০০০ শিশু গুরুতর অপুষ্টির ঝুঁকিতে পড়বে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer