Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

ক্রীড়া ও সঙ্গীতে ৫ হাজার শিক্ষক নিয়োগ দেবে সরকার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:০৫, ৫ সেপ্টেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ক্রীড়া ও সঙ্গীতে ৫ হাজার শিক্ষক নিয়োগ দেবে সরকার

ঢাকা : দেশের প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও ক্রীড়া বিভাগে ৫ হাজার ১০৬ জনকে চাকরি দেবে সরকার। গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এই তথ্য পাওয়া গেছে ।

সূত্র অনুযায়ী ছোট শিশুদের মানসিক ও শারীরিক উন্নয়নের জন্যেই এই শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে। এসব শিক্ষকদের পিইডিপি-৪ এর আওতায় নিয়োগ দেয়া হলেও প্রকল্প শেষে তাদের নিয়োগ দেয়া হবে রাজস্বখাতে।

দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন করে সঙ্গীত ও ক্রীড়া বিষয়ে শিক্ষক নিয়োগ দিতে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হবে, সেটি সম্ভব না হওয়ায় ১০টি বিদ্যালয়ের জন্য একজন করে শিক্ষক নিয়োগ দেয়ার সিদ্ধান্ত হয়েছে। তারা সপ্তাহে রুটিন করে পার্শ্ববর্তী বিদ্যালয়ে গিয়ে ক্লাস নেবেন। প্রয়োজনে সেই বিদ্যালয়ের একজন শিক্ষককে প্রশিক্ষণ দিয়ে অভিজ্ঞ করে তুলতে পারবেন। তার অনুপস্থিতিতে সেই শিক্ষক দায়িত্ব পালন করতে পারবেন।

আগামী দুই মাসের মধ্যে এই শিক্ষক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। জানুয়ারি থেকেই এসব বিষয়ে ক্লাস শুরু করে দেয়া হবে

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer