Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

ক্রাইস্টচার্চের ঘটনায় মন্ত্রিসভার শোক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৪৮, ১৮ মার্চ ২০১৯

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ক্রাইস্টচার্চের ঘটনায় মন্ত্রিসভার শোক

ছবি: পিআইডি

ঢাকা: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে শ্বেতাঙ্গ উগ্রবাদী সন্ত্রাসীর হামলায় পাঁচ বাংলাদেশিসহ অর্ধশতাধিক লোক নিহতের ঘটনায় তীব্র নিন্দা ও শোক জানিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকের শুরুতে এই শোক ও নিন্দা প্রস্তাব গ্রহণ করা হয়।

বৈঠকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে `লাইফ টাইম কন্ট্রিবিউশন ফর উইমেন এমপাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড` পাওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো হয়। এদিন তিনটি আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়।

এ ছাড়া `বাংলা ভাষার বঙ্গবন্ধু` নামে একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এসব তথ্য জানান।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer