Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪

ক্রাইস্টচার্চে মসজিদে হামলায় নিহতদের দাফন শুরু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:২২, ২০ মার্চ ২০১৯

প্রিন্ট:

ক্রাইস্টচার্চে মসজিদে হামলায় নিহতদের দাফন শুরু

ঢাকা : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের মরদেহের দাফন শুরু হয়েছে। বুধবার সকাল থেকে দাফন শুরু হয়।

প্রথম দিনে সিরিয়া থেকে নিউজিল্যান্ড যাওয়া এক বাবা ও তার সন্তানকে দাফন করা হয়েছে। গত বছর শান্তিতে বসবাসের জন্য নিউজিল্যান্ডে গিয়েছিলেন খালেদ মোস্তফা (৪৪) ও তার ছেলে হামজা (১৬)।

ক্রাইস্টচার্চে লিনউন্ড ইসলামিক সেন্টারের পাশে সমাধিস্থলে শত শত মানুষ ভিড় করেন। সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

নিহত ৫০ জনের মধ্যে এখনও সবার লাশ স্বজনদের কাছে হস্তান্তরের কাজ শেষ হয়নি। আজই হস্তান্তর শেষ হওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার আরও কয়েকজনকে দাফন করা হবে বলে জানানো হয়েছে। লাশ শনাক্তকরণে দেরি হওয়ায় দাফন প্রক্রিয়াও দেরি হচ্ছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer