Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

ক্রাইস্টচার্চে নিহত জাকারিয়ার মরদেহ দেশে আসতে পারে মঙ্গলবার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:০১, ২৫ মার্চ ২০১৯

প্রিন্ট:

ক্রাইস্টচার্চে নিহত জাকারিয়ার মরদেহ দেশে আসতে পারে মঙ্গলবার

ঢাকা : ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত বাংলাদেশি জাকারিয়া ভূঁইয়ার মরদেহ মঙ্গলবার দেশে পাঠানো হতে পারে বলে জানিয়েছেন নিউজিল্যান্ডে বাংলাদেশের অনারারি কনসাল শফিকুর রহমান অনু।

ভিসা জটিলতা কেটে গেলে বাকী দুইজনের মরদেহও শিগগিরই পাঠানো হবে বলেও জানান তিনি।

এদিকে, ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় স্বাধীন তদন্ত শুরুর ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্ন। 

ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলার ১০ দিন পর এখনো শোকগ্রস্ত গোটা নিউজিল্যান্ডবাসী। সোমবারও ক্রাইস্টচার্চের হামলায় হতাহতদের স্মরণে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অসংখ্য মানুষ। ঘটনার দশদিন পর দুটি মসজিদই খুলে দেয়া হয়েছে, খোলা হয়েছে দোকানপাটও। তবে হামলার ক্ষতের রেশ কাটতে অনেক সময় লাগবে বলে মনে করেন সেখানকার বাসিন্দারা।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer