Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

ক্যালিফোর্নিয়ায় ছড়িয়ে পড়েছে ভয়ংকর দাবানল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৫২, ২২ আগস্ট ২০২০

প্রিন্ট:

ক্যালিফোর্নিয়ায় ছড়িয়ে পড়েছে ভয়ংকর দাবানল

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ইতিহাসের সবচেয়ে ভয়ংকর দাবানল ছড়িয়ে পড়েছে। সপ্তাহজুড়ে চলা এই দাবানল এখনো নিয়ন্ত্রণ করা যায়নি। ঘন ধোঁয়া শুক্রবার ক্যালিফোর্নিয়ার মধ্য ও উত্তরাঞ্চলের আকাশ ঢেকে ফেলেছে।

এলএনইউ লাইটেনিং কমপ্লেক্স নামে পরিচিত বজ্রপাতজনিত অনেক গুলো দাবানলে প্রায় ২ লাখ ২০ হাজার একর বন পুড়ে গেছে এবং প্রায় ৫০০ অবকাঠামো ভষ্মীভূত হয়েছে। এই এলাকা থেকে হাজার হাজার লোক সরিয়ে নেয়া হয়েছে।
গত সোমবার থেকে ছড়িয়ে পড়া এই দাবানল শুক্রবার এই অঙ্গরাজ্যের ইতিহাসে ১০ বৃহত্তম দাবানলে পরিণত হয়েছে। কোন কোন দাবানল নাপা ও সোনোমা অঞ্চলের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে।

সর্বশেষ এই দাবানলে ৫ জনের মৃত্যু হয়েছে, এই এলাকায় ১২ হাজারের বেশী বজ্রপাত আঘাত হানে এবং এ থেকে দাবানলের সৃষ্টি হয়। নাপা কাউন্ট্রির গ্রামীন এলাকা থেকে ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার কর্মকর্তারা বলেছেন, বজ্রপাতের কারণে গত সপ্তাহে ৫৬০ অগ্নিকান্ডের সূচনা হয়েছে। এই এলাকা থেকে ১ লাখ ১৯ হাজার লোক সরিয়ে আনা হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer