Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৪ ১৪৩১, বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪

ক্যাম্পাসের ভেতরে কুবি ছাত্রীকে হয়রানির চেষ্টা

রিদওয়ানুল ইসলাম,কুবি প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৫, ১২ মার্চ ২০২০

প্রিন্ট:

ক্যাম্পাসের ভেতরে কুবি ছাত্রীকে হয়রানির চেষ্টা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বাস মাঠে এক বহিরাগত দুর্বৃত্ত কর্তৃক ছাত্রীকে খালি বাসে উঠিয়ে হয়রানির চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ছাত্রী অর্থনীতি বিভাগের শিক্ষার্থী। হয়রানির চেষ্টাকালীন ওই ছাত্রীকে দুর্বৃত্ত মাথায়ও আঘাত করে বলে জানিয়েছেন ওই ছাত্রী।

বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে। ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন ওই ছাত্রী।

ওই ছাত্রীর বিভাগের শিক্ষার্থী আবির জানান, `ভুক্তভোগী আমার বিভাগের জুনিয়র। তাকে দুপুরে ফ্যাকাল্টির নিচে কান্নাকাটি করতে দেখে জানতে চাই কি হয়েছে। সে আমাকে জানায়, সকাল ৮ টার বাসে শহর থেকে ১০ নম্বর বাসে ক্যাম্পাসে আসে সে। কিন্তু বাস থেকে নেমে সে বুঝতে পারে তার মোবাইলটি সাথে নেই। তাই সে মোবাইলটি খুঁজতে বিশ্ববিদ্যালয়ের বাস পার্কিং এর মাঠে যায় বাসে মোবাইলটি আছে কিনা দেখতে। সব শিক্ষার্থী নেমে যাওয়ায় বাস তখন খালি ছিল। বাসে উঠার সময়

আচমকা এক ছেলে অন্য দিক থেকে এসে তার হাত ধরে বাসে উঠানোর জন্য টানা হেঁচড়া শুরু করে। একপর্যায়ে তার মাথায়ও আঘাত করে ওই বখাটে। মাঠের পাশের রাস্তা দিয়ে চলাচলকারী কয়েকজন ছাত্র ঘটনাটি দেখে ফেলায় বিশ্ববিদ্যালয়ের উত্তর দিকের অরক্ষিত পাহাড়ের দিক দিয়ে দৌঁড়ে পালিয়ে যায় ওই ছেলে। ঘটনার আকস্মিকতা ও মাথায় আঘাতে অজ্ঞান হয়ে যায় ভুক্তভোগী ছাত্রী।`

ভুক্তভোগী ছাত্রীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, `হামলাকারীকে দেখে আমার টোকাইয়ের মতো মনে হয়েছে। সে আমাকে আঘাত করার পর আমি অজ্ঞান হয়ে বাসেই ছিলাম। জ্ঞান আসলে আমি দেখি আমি শহরে। বাসটি আবার ১০টার শিডিউল এর জন্য শহরে চলে এসেছে। আমি তখন কি করবো বুঝতে না পেরে আবার ক্যাম্পাসে আসি।` এছাড়াও ঘটনার ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর লিখিত অভিযোগ দেবেন বলে জানিয়েছেন ভুক্তভোগী।

বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের নতুন বাস মাঠটি বর্তমানে ক্যাম্পাসের প্রান্তে খেলার মাঠের পাশে অবস্থিত। যার তিন দিকই অরক্ষিত। সেদিকে ক্লাসের সময়ে বাসে উঠানামার সময় ব্যতীত শিক্ষার্থীদের চলাচল কম থাকে। আর তিন দিক অরক্ষিত হওয়ায় সেদিক দিয়ে অবাধে চলাচল করতে পারে বহিরাগতরা।

ঘটনার ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, `ঘটনার ব্যাপারে শুনে আমি মেডিকেল সেন্টারে গিয়ে তাকে দেখেছি। সে বলছে ঘটনার পর সে তার বন্ধুবান্ধবদের জানিয়েছে, তার স্বামীকেও জানিয়েছে। যেহেতু বিশ্ববিদ্যালয়ের ভেতরের ঘটনা তাই এ ব্যাপারে উপাচার্য স্যারের সাথে কথা বলে ব্যবস্থা নিবো। ক্যাম্পাসের ওদিকটা অরক্ষিত হওয়ায় বহিরাগতদের রুখতে নিরাপত্তাকর্মী দিতে বলবো।`

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer