Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৪ ১৪৩১, বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪

ক্যাচ মিসকেই দায়ী করলেন মাশরাফি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৩৬, ১২ ডিসেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ক্যাচ মিসকেই দায়ী করলেন মাশরাফি

ঢাকা: মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর একসঙ্গে শততম ম্যাচ খেলতে নেমেছিলেন মঙ্গলবার। তবে উপলক্ষটা স্মরণীয় করে রাখতে পারেনি বাংলাদেশ, শাই হোপের অসাধারণ এক ইনিংসে ৪ উইকেটের জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি ব্যাটিংয়ে রান কম হওয়ার পাশাপাশি বললেন ক্যাচ মিসের কথাও।

একটা সময় যখন মনে হচ্ছিল, বাংলাদেশ অন্তত ৩০০র আশেপাশে যাবে, সেখান থেকে রান হলো ২৫৫। সাকিব, তামিম, মুশফিক ফিফটি পেলেও কেউ স্কোরটা বড় করতে পারেননি। মাশরাফি সেটি মনে করিয়ে দিলেন কাল, ‘যেই উইকেট ছিল এখানে আমরা আলাপ করলাম, তামিম ও মুশফিক আউট হওয়ার পর, এখানে ২৭০-২৮০ হলে ভালো হয়। রাতে আরও বেটার হওয়ার চান্সই বেশি। মানে ড্রেসিং রুমে আলোচনা হচ্ছিলো। এবং আমরা ঠিক পথেই ছিলাম। রিসেন্টলি পারফর্মেন্স দেখলে বলা যায় এটা ভেরি আনইউজুয়াল, আমাদের দুই তিনটা ফিফটি আসলে একটা বড় ৫০ ছিলো, ৮০ বা ৯০। আদারওয়াইজ কেউ ১০০ করছে। দুইজনও ১০০ করেছে এমনও আছে। আজকে ভেরি আনইউজুয়ল ব্যাটসম্যানরা যা করতে চেয়েছে তা করতে পারেনি। ছোট ছোট কিন্তু বেশি ভুল হওয়া যাওয়াতে ছোটগুলোই অনেক বড় হয়ে গিয়েছে। সো এগুলা আসলে মিনিমাইজ করতে হবে নেক্সট ম্যাচে।’

সেই সঙ্গে ফিল্ডিং ব্যর্থতা ছিলই। হেটমেয়ারের সহজ ক্যাচ ছেড়েছেন ইমরুল, পরে কিমু পলের ক্যাচ দুইবার ধরতে পারেননি নাজমুল অপু। আগের ম্যাচে ক্যাচ মিসের খেসারত দিতে না হলেও এই ম্যাচে সেটা দিতে হয়েছে শেষ পর্যন্ত। মাশরাফি মনে করছেন, সমস্যাটা মানসিক, ‘যদি অনুশীলন দেখেন, তাহলে বুঝবেন অনুশীলন কোন লেভেলের হচ্ছে। কোন বিভাগে অনুশীলন না হলেও ফিল্ডিং অনুশীলন আমাদের নিয়মিত হয়। দিনশেষে মাঠে আত্মবিশ্বাসের ব্যাপার থাকে। একটা ক্যাচ ড্রপ হলে মনের ভেতর অস্বস্তি থাকলে সহজ ক্যাচ অনেক সময় মিস হয়ে যায়। এটা আসলে টোটালি মেন্টাল ব্যাপার। পর পর দুই ম্যাচে আমরা অনেক ক্যাচ মিস করেছি। কিন্তু তারপরও এখান থেকে ইতিবাচক জিনিসগুলো নিয়ে আমরা পরবর্তী ম্যাচে নামতে চাই।’

রুবেল হোসেন আবারও শেষদিকে রান দিয়েছেন, আজ ভালো করতে পারেনি মোস্তাফিজও। মাশরাফি অবশ্য রুবেলের পাশেই আছেন, ‘আজকের ওভারটা ও খারাপ করেনি। হয়তো প্রথম বলে ছয় হয়েছে। শেষ চারটি বল বেশ ভালো করেই কামব্যাক করেছে। দুইটা সুযোগও ক্রিয়েট হয়েছিল। ওখানে উইন উইন সিচুয়েশন তৈরি হয়েছিল। ওর বলে ওই সময় ক্যাচটা নিতে পারলে দেখা যেত পরের বল হয়তো ডট হতো। এই ছোট ছোটা মুহূর্তগুলো বোলারদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়।’

পাঁচজনের শততম ম্যাচটা জিততে পারেননি বলেও আক্ষেপ আছে অধিনায়কের, ‘হ্যাঁ, জিতলে অবশ্যই ভালো হতো। বিশেষ করে সিরিজটা জিতে যেতে পারতাম। এই এদিক থেকে অবশ্যই ভালো হতো। পাঁচজন ১০০তম ম্যাচ খেলছি। আসলে সব তো মানুষের হাতে থাকে না। আমরা যেই এক্সিকিউশনগুলো করার চেষ্টা করেছি সেটা করতে পারিনি। যদিও ৪-৫ জন ভালো খেলেছে। আরেকটু যদি ক্যারি করা যেত, ওই ভুলগুলো যদি না হতো, তাহলে হয়তো আমরা উইনিং সাইডেই থাকতাম।’

মাশরাফি চান, এই ভুলগুলো শুধরে সিলেটে আরও ভালোভাবে ফিরবে দল। দেশের মাটিতে সম্ভবত নিজের শেষ সিরিজে জয় দিয়ে বছরের শেষটা করতে চাইবেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer