Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৪, ৫ জুলাই ২০২২

প্রিন্ট:

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ করেছে সরকার। গত বছরের চেয়ে ৭ টাকা বাড়িয়ে এবছর ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম ৪৭ থেকে ৫২ টাকা, খাসির চামড়া গতবারের চেয়ে তিন টাকা বাড়িয়ে ১৮ থেকে ২১ টাকা এবং বখরির চামড়া ১২-১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ে এক সভায় এ সিদ্ধান্ত হয়। পরে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।

এদিকে ঢাকার বাইরে গরুর চামড়া প্রতি বর্গফুট ৪০ থেকে ৪৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ বছর পশু জবাইয়ের তিন থেকে চার ঘণ্টার মধ্যে চামড়ায় লবণ দিতে হবে বলেও জানানো হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer