Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

কোপা দেল রে থেকে ছিটকে গেল বার্সেলোনা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:০১, ২১ জানুয়ারি ২০২২

প্রিন্ট:

কোপা দেল রে থেকে ছিটকে গেল বার্সেলোনা

চ্যাম্পিয়ন্স লিগ থেকে আগেই ছিটকে গেছে বার্সেলোনা। এবার বিদায় নিতে হলো স্পেনের দ্বিতীয় সেরা টুর্নামেন্ট কোপা দেল রে থেকেও।

বৃহস্পতিবার শেষ ষোলোর লড়াইয়ে অ্যাতলেটিক বিলবাওয়ের বিপক্ষে ৩-২ গোলে হেরে গেছে জাভির শিষ্যরা।

এক সপ্তাহের ব্যবধানে যেন ভিন্ন বার্সেলোনারই দেখা মিলল। স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে আক্রমণাত্মক ফুটবল উপহার দেওয়া দলটি এদিন যেন নিজেদেরই খুঁজে ফিরল। ম্যাচের পুরো সময়জুড়ে প্রবল চাপ বজায় রেখেছে স্বাগতিক অ্যাতলেটিক বিলবাও। তবে পাল্টা আক্রমণে নির্ধারিত সময়ে ২-২ গোলে সমতায় ছিল ম্যাচ।

এরপর অতিরিক্ত সময়ে এগিয়ে গেছে বিলবাও। আর শেষ হাসি হেসে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে তারা।

এদিকে কদিন আগেই স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এবার কোপা দেল রে জয়ের মিশনে মাঠে নামছে তারা। প্রতিযোগিতাটির রাউন্ড অব সিক্সটিনে কার্লো আনচেলত্তির দল লড়বে এলচের বিপক্ষে। ম্যাচটি শুরু হবে শুক্রবার (২০ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ১২টায়।

সেমিফাইনালে বার্সেলোনা আর ফাইনালে বিলবাওকে হারিয়ে কদিন আগেই স্প্যানিশ সুপার কাপ জিতেছে রিয়াল মাদ্রিদ। লা লিগাতেও তারা আছে সুবিধাজনক অবস্থানে। এবার লস ব্লাঙ্কোসদের লক্ষ্য কোপা দেল রে`র কোয়ার্টার নিশ্চিত করা। সুপার কাপের দুই ম্যাচে দুর্দান্ত খেলে দলকে শিরোপা এনে দেন ভিনিসিয়াস-বেনজেমারা। কোপা দেল রেতে ভিনিসিয়াসি-বেনজেমাদের বিশ্রামে রাখছেন কোচ আনচেলত্তি।

দলের সাইড বেঞ্চে থাকাদের ঝালিয়ে নেয়ার সুযোগ কাজে লাগাতে চায় রিয়াল ম্যানেজম্যান্ট। এলচের বিপক্ষে পরিসংখ্যানে এগিয়ে থাকায় নির্ভার হয়েই খেলতে পারবে রিয়াল। যদিও ইনজুরির কারণে এই ম্যাচ মিস করবেন মার্কো অ্যাসেনসিও।

সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ অ্যাথলেটিক বিলবাওতে হারায় ২-০ গোলে। লুকা মদ্রিচের দুর্দান্ত গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ান করিম বেনজেমা। ইনজুরি ও করোনা নিয়ে দুশ্চিন্তা থাকলেও সৌদি আরব জয় করেই স্পেনে ফিরতে মরিয়া ছিল রিয়ালশিবির। তাদের সেই স্বপ্ন সত্যি হয়। স্প্যানিশ সুপার কাপের ৩৮তম আসরের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়নদের হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করে তারা।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer