Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

কোটা নয়, ৪০তম বিসিএসে মেধার ভিত্তিতেই নিয়োগ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৪২, ৪ অক্টোবর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

কোটা নয়,  ৪০তম বিসিএসে মেধার ভিত্তিতেই নিয়োগ

ঢাকা : ৪০তম বিসিএসে কোটা নয়, মেধার ভিত্তিতে নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক।

বৃহস্পতিবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান এ কথা বলেন।

পিএসসি চেয়ারম্যান বলেন, ‘আমরা ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলেছিলাম কোটা বিষয়ে সরকারের সবশেষ গ্রহণ করা সিদ্ধান্ত অনুযায়ী এই বিসিএসের মাধ্যমে ক্যাডার নিয়োগ হবে। সেই সিদ্ধান্ত অনুসারে এই বিসিএসে কোটা নয় মেধা থেকে নিয়োগ হবে।’

এ ছাড়া কয়েকটি নন ক্যাডার নিয়োগের ক্ষেত্রেও কোটার সবশেষ সিদ্ধান্ত অনুসারে নিয়োগ দেয়া হবে বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, ‘তবে যেসব নিয়োগ আগের, যেমন ৩৯তম বিশেষ বিসিএসে ক্যাডার নিয়োগের ক্ষেত্রে আগের কোটা নীতি ব্যবহার করা হবে।’

গত ৩০ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের আবেদন গ্রহণ শুরু হয়। চলবে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত।

পিএসসি চেয়ারম্যান বলেন, ‘৪০তম বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নেওয়া হবে।’

 

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer