Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

কেসিসির প্যানেল মেয়র হলেন মুন্না-টিপু-শুনু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০৪, ৭ নভেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

কেসিসির প্যানেল মেয়র হলেন মুন্না-টিপু-শুনু

ছবি : বহুমাত্রিক.কম

খুলনা : খুলনা সিটি কর্পোরেশনের নতুন পরিষদের প্যানেল মেয়র পদে নির্বাচন বুধবার অনুষ্ঠিত হয়েছে। গোপন ব্যালটের মাধ্যমে বিকেল সাড়ে তিনটায় ৩১ জন সাধারণ আসনের কাউন্সিলর ও ১০ জন সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর ভোট প্রদান করেন। পরে সাড়ে ৪টায় ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে আওয়ামী লীগ নেতা ও ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর মো: আমিনুল ইসলাম মুন্না ২২ ভোট পেয়ে প্রথম প্যানেল মেয়র নির্বাচিত হন। আর ১৭ ভোট পেয়ে দ্বিতীয় প্যানেল মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগ নেতা ও ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর মো: আলী আকবর টিপু। এছাড়া সংরক্ষিত নারী প্যানেল মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন মহিলা আওয়ামী লীগ নেত্রী সংরক্ষিত ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর এডভোকেট মেমরী সুফিয়া রহমান শুনু।

নির্বাচনের আগে কোনো পক্ষের সমঝোতা না হওয়ায় নিয়ম অনুযায়ী ভোটের প্রক্রিয়ায় যাওযার সিদ্ধান্ত নেয়া হয়। নির্বাচনে অন্য প্রার্থীদের মধ্যে গতবারের প্যানেল মেয়র-১ ও ১৬ নং ওয়ার্ড কাউন্সিল আনিসুর রহমান বিশ্বাস পেয়েছেন ১৩ ভোট। এছাড়া ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর এস এম খুরশিদ আলম টোনা পেয়েছেন ৭ ভোট, ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর জেড এ মাহমুদ ডন পেয়েছেন ৬ ভোট, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মো: গাউসুল আজম পেয়েছেন ৫ ভোট ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর ও গতবারের প্যানেল মেয়র-২ শেখ হাফিজুর রহমান হাফিজ পেয়েছেন ৪ ভোট ও ২১ নং ওয়ার্ড কাউন্সিলর মো: শামসুজ্জামান মিয়া স্বপন পেয়েছেন ৪ ভোট।

অপর দিকে নারী প্যানেল মেয়র পদে সংরক্ষিত ৫ আসনের কাউন্সিলর এডভোকেট মেমরী সুফিয়া রহমান শুনু ১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া সংরক্ষিত ২ আসনের কাউন্সিলর সাহিদা বেগম ৮ ভোট, ১ নং ওয়ার্ডের মনিরা আক্তার ৬ ভোট, ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ আমেনা হালিম বেবী ৭ ভোট ও ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর কনিকা সাহা পেয়েছেন ৪ ভোট।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ কান্তি বালা। এ সময় সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক উপস্থিত ছিলেন। পরে নির্বাচিত তিন প্যানেল মেয়র সিটি মেয়রের দপ্তরে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সিটি মেয়র নির্বাচিতদের সফলতা কামনা করেন এবং কেসিসি’র উন্নয়নে সকলকে নিয়ে কাজ করার আহবান জানান। উল্লেখ্য, সিটি মেয়র দেশে বাইরে অবস্থান করলে বা অন্য কারণে পদে আসীন না থাকলে ক্রমানুযায়ী প্যানেল মেয়রগণ ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করে থাকেন।

 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer