Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

কেন্দ্রীয় শহীদ মিনারে কালিদাস কর্মকারকে শেষ শ্রদ্ধা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৯, ২১ অক্টোবর ২০১৯

প্রিন্ট:

কেন্দ্রীয় শহীদ মিনারে কালিদাস কর্মকারকে শেষ শ্রদ্ধা

ঢাকা : একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী কালিদাস কর্মকারের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়েছে। সেখানে তাকে শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ল্যাবএইড হাসপাতালের হিমঘর থেকে গুণী এ চিত্রশিল্পীর মরদেহ নেয়া হয় তার দীর্ঘদিনের কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে। সেখানে তার সহকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর মরদেহ নেওয়া হয় শহীদ মিনারে। সর্বস্থরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে দুপুরে রাজধানীর সবুজবাগ শশ্মানঘাটে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।

শুক্রবার বিকেলে অচেতন অবস্থায় ঢাকার ল্যাবএইড হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসকরা এ শিল্পীকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশে স্থাপনা শিল্প ও পারফরমেন্স শিল্পের সূচনাকারী অন্যতম শিল্পী কালিদাস কর্মকার। চারুকলায় অবদানের জন্য সরকার ২০১৮ সালে এ শিল্পীকে একুশে পদকে ভূষিত করা হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer