Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

কৃষ্ণ সাগর উপকূলের এক রিসোর্টে রাশিয়া-আফ্রিকা সম্মেলন শুরু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৯, ২৩ অক্টোবর ২০১৯

আপডেট: ১৬:৫৫, ২৩ অক্টোবর ২০১৯

প্রিন্ট:

কৃষ্ণ সাগর উপকূলের এক রিসোর্টে রাশিয়া-আফ্রিকা সম্মেলন শুরু

ঢাকা : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে কৃষ্ণ সাগর উপকূলের এক রিসোর্টে আজ প্রথমবারের মতো রাশিয়া-আফ্রিকা সম্মেলন হতে যাচ্ছে।

প্রথমবারের মতো আয়োজিত দুইদিনব্যাপী রাশিয়া-আফ্রিকা সম্মেলনের জন্য আফ্রিকার বহু নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ মহাদেশের দেশগুলোর ওপর ব্যাপক প্রভাব বিস্তারের লক্ষ্যে মস্কোর প্রচেষ্টার অংশ হিসেবে এ সম্মেলনের আয়োজন করা হয়। মহাদেশটিতে পশ্চিমা দেশ ও চীনের শক্ত অবস্থান রয়েছে। খবর এএফপি’র।

সোচির কৃষ্ণ সাগর অবকাশ কেন্দ্রে ২৩ ও ২৪ অক্টোবর দু’দিন ব্যাপী এ সম্মেলনে তিন হাজারে বেশি প্রতিনিধি অংশ নিয়ে বিভিন্ন চুক্তিপত্র প্রস্তুত এবং খনিজ সম্পদ উত্তোলনে পারমাণবিক প্রযুক্তি কাজে লাগানো নিয়ে আলোচনা করবে বলে ধারণা করা হচ্ছে।

পুতিন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি’র পাশে উপস্থিত থেকে গ্রিনিচ সময় ০৮০০ টায় এ সম্মেলনের উদ্বোধন করবেন। সিসি হচ্ছেন আফ্রিকান ইউনিয়নের বর্তমান প্রধান এবং সম্মেলনের সম্মানিত অতিথি।ক্রেমলিন উপদেষ্টা উরি উশাকভ জানান, আফ্রিকা মহাদেশের ৫৪ দেশের সকলেই এ সম্মেলনে প্রতিনিধি পাঠাচ্ছে। এদের মধ্যে ৪৩ টি দেশের রাষ্ট্র বা সরকার প্রধান থাকবেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer