Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৪ ১৪৩১, বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪

‘কৃষিশিক্ষা ও গবেষণায়ও অসীম আগ্রহ ছিল জামিলুর রেজার’

দ্বীন মোহাম্মদ দীনু

প্রকাশিত: ২০:৫৩, ২৯ এপ্রিল ২০২০

প্রিন্ট:

‘কৃষিশিক্ষা ও গবেষণায়ও অসীম আগ্রহ ছিল জামিলুর রেজার’

সদ্য প্রয়াত জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী স্থাপত্যবিদ্যার বাইরেও জাতীয় উন্নয়ন নিয়ে চিন্তা করতেন। কৃষিশিক্ষা ও গবেষণায়ও তাঁর অসীম আগ্রহ লক্ষ্য করেছি-বলেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের(বাকৃবি) সাবেক উপাচার্য ও অ্যামিরেটাস অধ্যাপক ডঃ এম এ সাত্তার মন্ডল।

এক শোক বার্তায়  ডঃ মন্ডল বলেন, ‘আমাদের জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী চলে গেলেন। বাংলাদেশ  হারালো একজন  অভিজ্ঞ ও  নির্ভরযোগ্য  প্রকৌশলী। শিক্ষাঙ্গন হারালো একজন  অত্যন্ত মেধাবী প্রবীণ শিক্ষাবিদ। তিনি ছিলেন অত্যন্ত শিষ্টাচারসম্পন্ন বিদ্বজন। তার  অমায়িক ব্যবহার ও মধুর আচরণ সবাইকে মুগ্ধ করতো, সহজেই কাছে  টানতো।’

জামিলুর রেজা চৌধুরীর বহুমূখি অবদানের কথা স্মরণ করে সাত্তার মন্ডল বলেন, ‘তিনি  আমাদের বড় বড়  প্রকৌশল অবকাঠামো বিণির্মাণে তার অভিজ্ঞ পরামর্শ দিয়ে জাতির জন্যে অসামান্য অবদান রেখে গেছেন। স্থাপত্যবিদ্যার বাইরেও বৃহত্তর জাতীয় উন্নয়ন নিয়েও চিন্তা করতেন তিনি। এমনকি কৃষিশিক্ষা ও গবেষণা বিষয়েও অধ্যাপক চৌধুরীর  অসীম আগ্রহ লক্ষ্য করেছি।’

প্রয়াত বিশিষ্ট এই শিক্ষাবিদের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘বহু  সেমিনার ও আলোচনা সভায়  তার সান্নিধ্যে আসার আমার সুযোগ হয়েছে, পেয়েছি  অনেক  আণুপ্রেরণা ও আশির্বাদ।  তিনি ২০১৬ সালে অনুষ্ঠিত  বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানে  সমাবর্তন বক্তা  হিসেবে  একটি সারগর্ভ বক্তব্য রেখেছিলেন।’ 

ডঃ মন্ডল আরও বলেন, ‘তিনি ছিলেন আমাদের  একজন  অকৃত্রিম বন্ধু ও শুভাকাঙ্খী।   তার  মত একজন  পাণ্ডিত্যময়  সজ্জ্বন  ব্যক্তিত্বকে হারিয়ে জাতির জন্য  এক অপূরণীয় ক্ষতি হলো। আমরা তার শোকসন্তপ্ত পরিবারের জন্যে সমবেদনা জানাচ্ছি এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।’

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer