Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

কৃষি মিডিয়াভিত্তিক ত্রৈমাসিক প্রান্তিক সভা

কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু।

প্রকাশিত: ০১:২৭, ২৭ সেপ্টেম্বর ২০১৮

আপডেট: ০১:৩২, ২৭ সেপ্টেম্বর ২০১৮

প্রিন্ট:

কৃষি মিডিয়াভিত্তিক ত্রৈমাসিক প্রান্তিক সভা

কৃষি মিডিয়াভিত্তিক ত্রৈমাসিক প্রান্তিক সভা (কার্তিক-পৌষ ১৪২৫) বুধবার ২৬ সেপ্টেম্বর ২০১৮ কৃষি তথ্য সার্ভিস খামারবাড়ি এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।কৃষি তথ্য সার্ভিস এর পরিচালক ড. মো: নুরুল ইসলামের সভাপতিত্বে এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহা পরিচালক কৃষিবিদ মোহাম্মদ মহসীন।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বেতারের পরিচালক নাসরুল্লাহ মো. ইরফানস্বাগত বক্তব্য রাখেন প্রধান তথ্য অফিসার ড. মো. খালেদ কামাল। ৮টি মন্ত্রণালয়ের ৪০টি সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণসহ বাংলাদেশ বেতার ও বিটিভির সনামধন্য কৃষি সাংবাদিক জনাব রেজাউল করিম সিদ্দিক সভায় অংশগ্রহণ করেন।

সভার কারিগরি সেশন পরিচালনা করেন কৃষি তথ্য সার্ভিসের উপ পরিচালক (গণযোগাযোগ) মো. রেজাউল করিম, ও বেতার কৃষি অফিসার মোহাম্মদ গোলাম মাওলা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আঞ্চলিক বেতার কৃষি অফিসার কৃষিবিদ মো আবু সায়েম, সভা উপস্থাপনা করেন উপজেলা কৃষি অফিসার ফেরদৌসী বেগম।

সভায় আগামী কার্তিক থেকে পৌষ ১৪২৫ সময়ে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে প্রচারের লক্ষ্যে কৃষিবিষয়ক সংবাদ ও সংশ্লিষ্ট কথক নির্বাচন সর্বসম্মতক্রমে অনুমোদিত হয়।
সভায় মুক্ত আলোচনায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতরের উপ পরিচালক কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু,মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট এসএসও কাজী কাইমুল ইসলাম, ব্রি এর প্রযুক্তি সম্পাদক আবুল কাশেম,বেতার কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিত মিস্ত্রি সহবিভিন্ন প্রতিষ্ঠানর ফোকাল পয়েন্টগণ বক্তব্য রাথেন এবং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে পরবর্তী তিন মাসের অনুষ্ঠানমালা উপস্থাপন করেন যা অনুমোদিত হয়।

 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer