Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

কৃষি পণ্য পরিবহনে ট্রেনের ভাড়া ২৫% ছাড়

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:২১, ১৯ মে ২০২০

প্রিন্ট:

কৃষি পণ্য পরিবহনে ট্রেনের ভাড়া ২৫% ছাড়

ঢাকা: মহামারি করোনাভাইরাসের কারণে বর্তমান পরিস্থিতিতে দেশের প্রান্তিক পর্যায়ে ক্ষুদ্র কৃষকের উৎপাদিত শাক-সবজি, দেশীয় ফলমূল, দুধ, ডিম ইত্যাদি পণ্য পরিবহন করছে বাংলাদেশ রেলওয়ের মালবাহী বিশেষ ট্রেন।

মঙ্গলবার থেকে এসব পণ্যের ওপর ২৫% ভাড়া ছাড় এবং সকল প্রকার সার্ভিস চার্জ প্রত্যাহার করে ভাড়া সমন্বয় করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।সোমবার রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. শরিফুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশনা মোতাবেক বাংলাদেশ রেলওয়ের মালবাহী ট্রেনের পাশাপাশি বিভিন্ন সেকশন কৃষকের উৎপাদিত পণ্য পরিবহনে পার্সেল ট্রেন (লাগেজ ভ্যান ট্রেন) চলাচল করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রেলওয়ের বিদ্যমান পার্সেল ভাড়া সমন্বয়ের ফলে কৃষি পণ্য বাজারমুখী করার পথ প্রশস্ত ও কৃষি অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি রেলওয়ের রাজস্ব বৃদ্ধিতে ক্রমাগত তা অবদান রাখবে বলে আশা প্রকাশ করা যাচ্ছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer